মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর
রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আব্দুল্লাহ আল তাহির।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কোটা আন্দোলনে নিহত তাহিরের মরদেহ ৫১ দিন পর কবর থেকে উত্তোলন করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল, তদন্তের প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে আদালতের নির্দেশে শালবন মিস্ত্রীপাড়া কবরস্থান থেকে নিহত তাহিরের মরদেহ উত্তোলন করা হয়।
এসময় সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় হাশেম।
নিহত আব্দুল্লাহ আল তাহির রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকার বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম পর্বের ছাত্র ছিলেন।