নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাতনিকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চলাকালে বাধা দেওয়ায় বখাটে আমানের লাথির আঘাতে নানি শাহিদা বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় নাতনির মা রওশন আরা ও নানা ফজলুল করিমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, দাসিরদিয়া গ্রামের ছায়েদ আলীর ছেলে আমান (৩০) ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মীমকে (১৬) উত্ত্যক্ত করত। একপর্যায়ে আমান ও তার সহযোগীরা মীমকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে নানিকে লাথি মেরে হত্যা এবং মীমের মা ও নানাকে পিটিয়ে আহত করে।
আহত রওশন আরা ও ফজলুল করিমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শাহিদা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শাহিদা বেগমের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শাহিদা বেগমের মেয়ে শারমিন আক্তার অভিযুক্ত আমান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।