
স্টাফ রিপোর্টার: মো: আব্দুর রহমান
মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে মানব বন্ধন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।
বেলা ১১ টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পিটেক শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।এসময় পিটেক শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মামুন,সহ-সভাপতি ইমতেহান ইমন,যুগ্ন-সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা সহ ছাত্রনেতা তাইসির,রিফাত প্রামাণিক, ইমরান,রোহান,মুশফিক, রাফি, মাহবুব,মামুনুর রশিদ,নাঈম,আবু সাঈদ মালিথা,কৃষ্ণলাল,জুবায়ের ইসলাম, শরিফ,মেহেদী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় পিটেক শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মামুন বলেন- বুয়েটের মতো প্রতিষ্ঠানে সংবিধান পরিপন্থী কাজ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা চাই বুয়েটে নিয়মতান্ত্রিকভাবে ছাত্ররাজনীতি চালু থাকুক।তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকবে।