ওমর সানি,রাঙ্গাবালী
পটুয়াখালী রাঙ্গাবালীর চালিতাবুনিয়াতে ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল মার্কার এক বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চালিতাবুনিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ বিশাল গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়েছে।চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য মো.মাহাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে গণসংযোগ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বাশেদ সরদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সবুজ ছায়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এমডি মোঃ মামুন সরদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলিগের সিনিয়র সহ সভাপতি এনামুল ইসলাম লিটু এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আমি যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ এর আগে বাজারে প্রতিটি মানুষের কাছে গিয়ে লিফলেটের বিতরণ করে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বাসেদ সরদার। পথসভায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মিছিল নিয়ে যোগদান করে মোটরসাইকেল মার্কার সমর্থক ও নেতাকর্মীরা এ পথসভা যেন জনসমুদ্রে পরিণত হয়।