নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্যালিকাকে ধর্ষণ, গোপন ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ার থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই টাওয়ারের দ্বিতীয় তলার ভাড়াটিয়া এবং মৃত কাশেম সর্দারের ছেলে।
বাদীর লিখিত অভিযোগে জানা যায়, আলাউদ্দিন তার খালাতো বোনের স্বামী। এক বছর আগে তার খালাতো বোন প্রবাসে যাওয়ার পর থেকেই আলাউদ্দিন নানা প্রলোভন দেখিয়ে তাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে যান। প্রায় ৮-৯ মাস আগে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করে।
সর্বশেষ জুন মাসে, আবারও তাকে ডেকে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ভিডিও ধারণ করে। যখন বাদী তার বাসায় যাওয়া বন্ধ করেন, তখন আলাউদ্দিন সেই ভিডিও তার শাশুড়ির ফোনে পাঠায় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, "অভিযোগ পাওয়ার পরপরই আমরা তাকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার মধ্যে দুটি ফোনে ভিডিওর প্রমাণ পাওয়া গেছে।"
বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হয়েছে। আলাউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।