মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় আগুন লেগে ১ টি গাভীন গাভী ও ১টি ছাগল সহ গোয়াল ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
রোববার রাত ৯ টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত গ্রামের মাঝা পাড়ার গফফার মিয়ার ছোট ছেলে হাবিবুরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনটি ঘটে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানান হাবিবুরের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে ও স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়।
তবে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলে। সময় মত আগুন নেভাতে না পারলে ঘনবসতি নামে পরিচিত পাড়াটির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত।
আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় আগুন লাগার সঠিক কারন কেউ জানাতে না পারলেও কয়েলের আগুন থেকে আগুন লাগতে পারে বলে ধারনা সবার। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লেগে থাকতে পাড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায় হাবিবুরের একটি গাভিন গাভী ও একটি ছাগল সহ গোয়াল ঘরটি সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও গোয়াল ঘরের সাথে থাকা মহুবর রহমানের ছেলে আকরাম হোসেনের ঘরে আগুন লেগে অর্ধেক পুড়ে গেছে। এতে দুজনের প্রায় দুলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।