শিরোনাম
ঠাকুরগাঁও থেকে রৌমারী খালার বাড়িতে বেড়াতে এসে খালুকে হত্যা,যুবক আটক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু ঘর ভাংচুর,প্রাণনাশের হুমকি,বিচারের দাবীতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নওগাঁয় বিএনপি'র ত্রাণ তহবিলে সাড়ে তিন লক্ষ টাকা জমা দিলেন সাবেক এমপি জোহা সরকারী চিকিৎসা সহায়তা চান নওগাঁর মোকাব্বের হোসেন শেরপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নিহত-২ আহত-২০ আলোকিত কালিহাতীর উদ্যোগে ৫ হাজার গাছের চারা বিতরণ আমরা কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ দেশের ৩৪ শতাংশ মানুষ নিশ্চিত নন কাকে ভোট দেবেন: জরিপ অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি হতাশাব্যঞ্জক : অলি
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪

জুলাইয়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০২ আগস্ট 2০২4 | হালনাগাদ:শুক্রবার ০২ আগস্ট 2০২4 | অনলাইন সংস্করণ
Image

হঠাৎ করেই জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রবাহ কমে প্রবাসী আয়ে। প্রথম ২৭ দিনে রেমিট্যান্স আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ডলার। পরে মাসের শেষ চার দিনে তা অনেকটাই বেড়ে দাঁড়ায় প্রায় ১৯১ কোটি ডলার। এরপরও তা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। আমদানি-রপ্তানির ঘাটতি পূরণ করা এই প্রবাসী আয় কমায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।


প্রবাসীদেরে একজন বলেন, ‘নেটওয়ার্ক বন্ধের কারণে আমরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারি নাই।’


আরেকজন বলেন, ‘বাংলাদেশে খোলা বাজারে ডলারের দাম বেশি পাওয়ায় এইজন্য হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে টাকা পাঠাতে অনেকে আগ্রহ প্রকাশ করছে।’


কিছুটা বাড়তি অর্থ আর পাঠানোর সাথে সাথে পরিবারের কাছে পৌঁছে যাওয়া। যে কারণে হুন্ডিকে বেছে নেন বলে জানাচ্ছিলেন প্রবাসীরা।


গত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন হয় এক কার্যদিবস। আর এসময় দেশে রেমিট্যান্স আসে ৭ কোটি ৮০ লাখ ডলার। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে সাত কোটি ৯০ লাখ ডলার।


সীমিত লেনদেনের প্রভাবের কথা বলা হলেও পরের তিন কার্যদিবসে রেমিট্যান্স প্রবাহ আরও কম দেখা গেছে। যেখানে ২৪ জুলাই পর্যন্ত রেমিট্যান্স আসে ১৫০ কোটি ডলার। সেখানে ২৭ জুলাই পর্যন্ত আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ডলার। এতে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ আয় আসে মাত্র ৬ কোটি ৭৪ লাখ ডলার।


তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে আসে ৯৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার এবং ১৪ থেকে ২০ জুলাই ৭ দিনে আসে ৪৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলার। আর পরের সপ্তাহ অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই তা নেমে দাঁড়ায় ১৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলারে।


এ হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। যা আগের মাস জুনের চেয়ে কম। আবার ২৮ থেকে ৩১ জুলাই সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। ফলে জুলাই মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ১৯১ কোটি ডলার।


এরপরও তা গত ১০ মাসে মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স। এরআগে গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ডলার এ আয় এসেছিল। আর বিগত তিন অর্থবছরে সবচেয়ে বেশি আসে গত জুন মাসে। সে মাসে এ আসে ২৫৪ কোটি ১৬ লাখ ডলার।


তাই হঠাৎ করে এ আয় কমে যাওয়ায় বড় কারণ হিসেবে বলা হচ্ছে হুন্ডি ও খোলা বাজারে ডলারের দাম বৃদ্ধি। সেই সাথে ব্যাংক খাতের সমস্যা ও ভোগান্তির কথাও তুলে ধরেন কেউ কেউ।


প্রবাসীদের একজন বলেন, ‘ব্যাংকে দুই লাখ টাকা পাঠালে সেখানে তুলতে গেলে হাতে দেয় ১০ হাজার টাকা। যেই সমস্যার জন্য টাকা পাঠায় সেটা আরও বেড়ে যায়।’


আরেকজন বলেন, ‘ব্যাংকে টাকা পাঠালে তিনদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমার পরিবার গিয়ে ঘণ্টার পর ঘণ্টা গিয়ে সেখানে অপেক্ষা করে। আর এই হুন্ডিতে টাকা পাঠায়। দিনে দিয়ে দিনে টাকা হাতে পায়।’


এদিকে গত কয়েকদিনে রেমিট্যান্স কম আসায় বেড়েছে খোলা বাজারে ডলারের দাম। কিছুদিন আগেও যেখানে প্রতি ডলার ১২১ থেকে ১২২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তা বেড়ে হয়েছে ১২৪ থেকে ১২৫ টাকা।


মূলত সর্বোচ্চ ১১৯ টাকা দাম নির্ধারণে ডলার সংকটে পড়েছে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো। তাই নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় আনুষ্ঠানিক বিক্রি বন্ধ করে দিয়ে বাড়তি দামেই লেনদেন চালাচ্ছে অনেক প্রতিষ্ঠান।


রেমিট্যান্স হুন্ডিতে পাঠানো হলে যার কাছে পাঠানো হচ্ছে তিনি পেলেও সেই বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতি ও ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করে না। এতে আমদানি ও রপ্তানির মাঝে যে ঘাটতি থাকে তা পূরণে রিজার্ভের উপর নির্ভর করতে হয়। তাই বিশ্লেষকরা বলছেন রেমিট্যান্স একদিকে যেমন ডলারের চাহিদা পূরণ করে তেমনি রিজার্ভ বাড়াতে সহায়তাও করে। আর প্রবাসী আয় যদি কমে যায় তাহলে শুধু রিজার্ভ বা আমদানি রপ্তানি নয়। বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি হয়েছে ৩ হাজার ৭৩৪ কোটি টাকা। আর এসময় আমদানি হয়েছে ৫ হাজার ৭৫৬ কোটি টাকা। সে হিসাবে আমদানি-রপ্তানির মধ্যে ঘাটতি রয়েছে ২ হাজার ২২ কোটি টাকা। তবে চলতি বছর থেকে রেমিট্যান্স প্রবাহ না বাড়লে এ ঘাটতি আরো বেশি হত বলে জানিয়েছে বিশ্লেষকরা।


দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান রপ্তানি থেকে বেশি বলে জানান এই সাবেক গভর্নর।


সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অপরিসীম। রেমিট্যান্সের মাধ্যমে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে।’


আর এই আয় যদি কোনো কারণে কমে যায় তাহলে অর্থনৈতিক সংকট দেখা দেয়ার কথা জানিয়েছে এই অর্থনীতিবিদ।


অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘ফরমাল চ্যানেলে রেমিট্যান্স আসা বন্ধ হয়ে যায় তাহলে আমদানি শীতলতা ছিল তা রাখতে পারবেন না। এক্ষেত্রে অবাধে আমদানি করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ফরমাল চ্যানেলে রেমিট্যান্স আসা বন্ধ হয় তাহলে অর্থনীতিতে বড় ধাক্কা পড়বে আবার।’


তাই অর্থনীতি স্বাভাবিক রাখতে সমস্যা নিরসনের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।


অর্থনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে প্রবাসীরাও দুশ্চিন্তায় রয়েছে। এখানে কারফিউ চলছে, ইন্টারনেট বন্ধ করে রাখায় তারা কথাবার্তা বলতে পারছে না। একে তারাও প্রভাবিত হয়েছে। তাদের এই দুশ্চিন্তা দুর করতে হলে তাদের প্রণোদনা, তাদের সন্তান ও পরিবারকে দু:চিন্তামুক্ত করতে হবে।’


বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে দেশে ২ হাজার ১৬১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। আর ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৯১ কোটি ডলার। 


আরও খবর




ঠাকুরগাঁও থেকে রৌমারী খালার বাড়িতে বেড়াতে এসে খালুকে হত্যা,যুবক আটক

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ঘর ভাংচুর,প্রাণনাশের হুমকি,বিচারের দাবীতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নওগাঁয় বিএনপি'র ত্রাণ তহবিলে সাড়ে তিন লক্ষ টাকা জমা দিলেন সাবেক এমপি জোহা

সরকারী চিকিৎসা সহায়তা চান নওগাঁর মোকাব্বের হোসেন

শেরপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নিহত-২ আহত-২০

আলোকিত কালিহাতীর উদ্যোগে ৫ হাজার গাছের চারা বিতরণ

আমরা কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

দেশের ৩৪ শতাংশ মানুষ নিশ্চিত নন কাকে ভোট দেবেন: জরিপ

অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি হতাশাব্যঞ্জক : অলি

সবার সঙ্গে বন্ধুত্ব করে চলতে চাই : ১২ দলীয় জোট

শেখ হাসিনা-কাদেরসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

বছরে গড়ে লোকসান দেড় হাজার কোটি টাকা, রেলে আয়ের চেয়ে ব্যয় বেশি আড়াই গুণ

আরও ৩৪ জেলা নতুন ডিসি

বিএনপি-জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যিই বাড়ছে?

প্লাবিত নোয়াখালী,পানিবন্দি ২০ লাখ মানুষ

শেখ হাসিনা-কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

“যত বিপদ তত ঐক্য” স্লোগানের মাধ্যমে বুঝিয়ে দিলো এটাই ছাত্র-জনতার বাংলাদেশ

নোয়াখালীতে দুদিনে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫ জন

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অবনতি,খাদ্য সংকট- সাপ আতঙ্কে নাকাল

নোয়াখালীতে ঢুকছে ফেনীর মহুরী নদীর পানি,বন্যা পরিস্থিতির অবনতি

আলোকিত সমাজ বিনির্মাণে আলো ছড়াবে সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ - কর্নেল হামিদ

কাঁচা মরিচের চড়া দাম, মাছ-মুরগি-ডিমে স্বস্তি

ঢল-বৃষ্টি কমলেও নতুন এলাকা প্লাবিত, দুর্ভোগে বানভাসিরা

বন্যায় নোয়াখালীতে বিদ্যুৎ ও যোগাযোগে দুর্ভোগ

মুক্তাগাছায় সংবাদ সংগ্রহকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৮ দিন পর মারা গেলেন লালমোহনের হাসান

লালমোহনে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা

আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা আমাদেরকে দিতে হবে : আমীর খসরু


এই সম্পর্কিত আরও খবর

এখন থেকেই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে অনলাইনে

পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের পার্থক্য আকাশ-পাতাল

সরবরাহ বাড়লেও এখনো ইলিশের কেজি ১৬-১৮ শ’ টাকা

নিরাপত্তা না পেলে কারখানা বন্ধ রাখবেন মালিকরা

ফুলের রাজ্য গদখালিতে কমেছে ফুল বিক্রি, বাড়ছে প্লাস্টিক ফুলের চাহিদা

বাজারে বাহারি সবজি, তবুও মিলছে না স্বস্তি

চ্যালেঞ্জ ঋণ পরিশোধ, পাশে থাকার আশ্বাস দাতাদের

বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা

কনটেইনার জটের কারণে সংকটে আমদানি-রপ্তানি

২৪ দিনে প্রবাসী আয় এলো ১৭২ কোটি ডলার