জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং নির্বাচিত সকল নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জয়পুরহাট জেলা যুবদলের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে জয়পুরহাট সুগার মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, হারুনুর রশীদ জুয়েল, তৌফিক এলাহী ,আঃ মতিন, যুবদল সদস্য সোহাগ, সেন্জু, সাগর, তারেক ইবনে ফিরোজ, বেলায়েত হোসেন বেনু,আমিনুর রহমান লিটন, ইফতাদুল, ইকবাল হোসেন, রুহুল আমীন, বাদশা,সম্রাট, মাহবুব, গোলাম কিবরিয়া, হাবিবুল্লাহসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।