মনির মোহাম্মদ পাঠক মহলে একজন জনপ্রিয় কবি ও কথাসাহিত্যিক। তিনি ১৯৮৬ সালের ২১ অক্টোবর ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন।
শিক্ষক পিতা চেয়েছিলেন ছেলে যেন বড় হয়ে শিক্ষক হোন। কিন্তু ছেলে হয়ে গেলেন ঔপন্যাসিক। ছোটবেলায় মানুষের অনেক রঙিন স্বপ্ন থাকে। উনার স্বপ্ন ছিল বড় হয়ে লেখক হবেন। আজন্ম শব্দচাষা হয়ে কাগজের জমিনে কলমের লাঙল চালাবেন।
তরুণ প্রতিভাবান এই লেখক তার লেখালেখির জীবনে অসংখ্য কবিতা, গল্প আর বেশ কয়েকটি উপন্যাস রচনা করেছেন। মনির মোহাম্মদ এর লেখালেখির মূল উপাদান গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবন চিত্র।
লেখকের প্রকাশিত বই নীলাদ্রি, এগারসিন্ধুর, নয়া বউ, নাইয়রি পাঠক মহলে সমাদৃত হয়েছে। মনির মোহাম্মদ এর প্রকাশিত একমাত্র কাব্যগ্রন্থ মাধবী ফোটাবো তুমি আসবে? তিনি বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প ও ফিচার লিখে থাকেন। ২০২০ এ পেয়েছেন প্রিয়বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ছাড়াও লেখালেখিতে বিভিন্ন মহল থেকে পেয়েছেন সম্মাননা, অর্জন করেছেন পাঠকের ভালোবাসা।
তিনি দীর্ঘদিন ধরে ফিল্ম নিয়ে কাজ করে যাচ্ছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র' অতঃপর একটি বাইসাইকেল, 'পয়জন' তৈরির কারিগর মনির মোহাম্মদ। সম্প্রতি নিয়মিত ভ্রমণ ব্লগ ভিডিও নির্মাণ করছেন তিনি।
সেই সাথে "অন্য নগর" নামে একটি ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন। 'পরসমাচার', 'পুনশ্চ' মনির মোহাম্মদ সংকলিত অন্যতম দুটো সংকলন।
লেখকের নতুন আত্ম-উন্নয়নমূলক বই 'তুমিই সেরা' এবং থ্রিলার উপন্যাস 'গোর খোদক' প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া মনির মোহাম্মদ কাজ করছেন দীর্ঘ উপন্যাস "শুক্লপক্ষ" নিয়ে।
আজ লেখকের জন্মদিনে দৈনিক আলোকিত সকাল পত্রিকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।