দেশের সকল পলিটেকনিক, বিশ্ববিদ্যালয়, কলেজ ও ইনস্টিটিউটগুলোতে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিচ্ছে দেশের অন্যতম আইটি দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমি। ইতিমধ্যে অ্যাম্বাসেডর হতে আগ্রহীদের থেকে আবেদন প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি, যা চলবে আগামী ৩০ মে পর্যন্ত। এরপর ১৫ জুনের মধ্যে অ্যাম্বাসেডর রিসিপশন প্রোগ্রাম করবে তারা।
মঙ্গলবার (১৪ মে) বিডিকলিং একাডেমির পরিচালক (এজিএম) মো. আমিরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধুনিক শিক্ষাক্রমের মাধ্যমে আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং উদ্যোক্তা মনোভাব তৈরি করার লক্ষ্যে কাজ করছে বিডিকলিং একাডেমি। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিক প্রতিষ্ঠানে একজন করে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হবে।
এই প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এজিএম আমিরুল হক বলেন, বিডিকলিং একাডেমি প্রণীত আধুনিক শিক্ষাক্রমের মাধ্যমে হাজার হাজার মানুষ প্রতিযোগিতামূলক জ্ঞান এবং দক্ষতায় নিজেকে এগিয়ে রাখতে পারবে। ২০৩০ সাল নাগাদ আইটি খাতে ৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে বিডিকলিং একাডেমি দেশব্যাপী কাজ করে চলেছে।
তিনি বলেন, আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিচ্ছি তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে। প্রতিটি ক্যাম্পাসের একজন করে নেবো আমরা, তাদের জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম উন্মুক্ত থাকবে। এছাড়াও তাদের আমরা আইডি কার্ড দেবো, তাদের সঙ্গে কর্পোরেট বসদের সম্পর্ক স্থাপন, ইন্টার্নশিপ সব বিষয়ে সহযোগিতা করে তাকে মানবসম্পদে রূপান্তরের চিন্তা রয়েছে আমাদের।
বিডিকলিং একাডেমির ট্রেনিং ম্যানেজার মো. রাজন রহমান চৌধুরী জানান, ক্যাম্পাস অ্যাম্বাসেডররা তাদের প্রতিষ্ঠানে আমাদের প্রচার-প্রসার, পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন। এতে করে শিক্ষার্থীরা দেশের আইটি এক্সপার্টদের সাথে পরিচয় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ, নেতৃত্ব এবং ব্যাক্তিগত দক্ষতা বৃদ্ধি, প্রফেশনাল কাজ করা ও শেখার সুযোগ পাবে। এবং সফলভাবে দায়িত্ব পালন শেষে বিডিকলিং একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট থাকছে।
তিনি আরও বলেন, দক্ষতা বৃদ্ধি এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তথ্য-প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ দেশকে এগিয়ে নিবে ডিজিটাল বিশ্বের দিকে।
প্রসঙ্গত, বিডিকলিং আইটি লিমিটেডের অন্যতম একটি সহযোগী প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমি, যা মূলত দেশের বেকারত্ব নিরসনে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করছে। বিডিকলিং একাডেমি প্রণীত আধুনিক শিক্ষাক্রমের মাধ্যমে হাজার হাজার মানুষ প্রতিযোগিতামূলক জ্ঞান এবং দক্ষতায় নিজেকে এগিয়ে রাখতে পারবে। ইতিমধ্যেই তরুণদের দক্ষতা উন্নয়মের মাধ্যমে পাঁচ শতাধিক কর্মীবাহিনীর পরিবারে পরিণত হয়েছে বিডিকলিং আইটি লিমিটেড। এমনকি আগামী ২০৩০ সালের মধ্যে আইটি খাতে ৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে দেশব্যাপী কাজ করে চলেছে বিডিকলিং একাডেমি।