মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম )
থেমে নেই সড়ক দূর্ঘটনা। সড়কে প্রতিদিন প্রাণ হারাচ্ছে কোন না কোন মানুষ। অধিকাংশ অযোগ্য নেশাগ্রস্থ চালক দ্বারা সংঘটিত হচ্ছে এসব সড়ক দূ্র্ঘটনা। তদুপরি ডেম্পার নামের অবৈধ মিনি গাড়ীগুলোর অবস্থা আরো ভয়াবহ। অবৈধ মাটি কাটা, অবৈধ বালু উত্তোলনে নিয়োজিত থাকে এসব অবৈধ ডেম্পার নামের গাড়ী।
২৩ মে বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটের সময় আধুনগরস্থ ইসলামিয়া মাদ্রাসার সামনে মহাসড়কে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কাইছার ( ১৮) এবং মারাত্বকভাবে আহত হয়েছেন মোহাম্মদ জিয়া। মোহাম্মদ কাইছার একই এলকার নুরুল আবছার প্রকাশ বদনের ২য় পুত্র ও আহত মোহাম্মদ জিয়া মোহাম্মদ ফোরকের প্রথম পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, চকরিয়া এলাকায় মোহাম্মদ জিয়ার দোকান ও ব্যবসা রয়েছে, সেখানে মোহাম্মদ কাইছার ৬/৭ বছর ধরে চাকরী করত। প্রতি সপ্তাহে মোহাম্মদ জিয়া ও কাইছার লোহাগাড়ায় গ্রামের বাড়ীতে আসত। তবে প্রায় সময় মোটর সাইকেল নিয়ে রাতের বেলা দোকান্ বন্ধ করে আসত বলে জানা যায়। ঘটনার দিন চকরিয়া হতে মোটর সাইকেল যোগে বাড়ীর দিকে রওয়ানা দেয় তারা। মোটর সাইকেলে তারা দুইজন সহ মোট তিনজন ছিল। হারবাং এলাকায় একজন নেমে যায়। জিয়া ও কাইছার আধুনগরস্থ ইসলামিয়া মাদ্রাসার সামনে পৌছলে মোটর সাইকেল থেমে যায়, সাথে সাথে পিছন দিক থেকে ডেম্পার গাড়ী জোরে আঘাত করলে তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে প্রেরণ করা হয়। তবে কাইছারকে শহরে নেওয়ার প্রক্কালেই সে প্রাণ হারায় বলে তার ফুফাতো ভাই ফয়েজ এই প্রতিবেদককে জানায়।
অপরদিকে আহত মোহাম্মদ জিয়া প্রাণে বেচে গেলেও তার অবস্থা গুরুতর বলে জানা যায়। তার আত্বীয় স্বজনের সাথে কথা বলে জানা যায়, তার পা-হাতে গুরুতর জখম হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের হাসপাতালে ভর্তি করা হয়। আইনী প্রক্রিয় শেষে আজ ২৪ মে সকাল ১১ টায় জানাজা শেষে কাইছারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সড়ক দূ্র্ঘটনায় কাইছারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাইছারের পিতা-মাতা সন্তান হারিয়ে দিশেহারা হয়ে যায়।