নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই পথে আসা ১ হাজার ৬ শ ১১ বস্তা ভারতীয় চিনিসহ পরিবহন কাজে ব্যবহৃত ৯ টি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকা জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের টাংগুয়ার হাওরে তেকুনিয়া নামক বিলে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা ও মধ্যনগর থানা পুলিশ। এসময় ইউএনও অতীশ দর্শী চাকমা ৩ টি নৌকা থেকে ৬১১ বস্তা ও মধ্যনগর থানা পুলিশ ৬ টি নৌকা থেকে ১ হাজার বস্তা চোরাই পথে আনা ভারতীয় চিনি জব্দ করে। এসময় ঘটনাস্থল থেকে গোলাম মোস্তফা (৪০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের মোতালিব মড়লের ছেলে।
মধ্যনগর থানার ওসি (তদন্ত) মোর্শেদ আলম জানান,আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন,বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে আমদানিকৃত ৬১১ বস্তা চিনি জব্দ করেছি।জব্দকৃত চিনিরগুলো পুলিশেকে বুঝিয়ে দিয়ে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।