কয়েকদিন যাবৎ দেশের পুলিশ প্রশাসনের অনুপস্থিতিতে অরক্ষিত হয়ে থাকা নারায়ণগঞ্জ পুলিশ লাইনসকে রক্ষার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার কর্মীবাহিনী ধারাবাহিকভাবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আসছে।
গত ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত দৈনিক প্রায় ৭০-৮০ জন স্বেচ্ছাসেবক পালাক্রমে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস রক্ষার্থে সেখানে অবস্থান করছে।
আজ নারায়ণগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এ সময় তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স এবং আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা রক্ষার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক কমান্ডার শেখ মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়নের সভাপতি হাজী মুহা. সাইদুল ইসলাম, মুহাম্মাদ আমিনুল ইসলাম, হায়াতুজ্জামান তুহিন, মুহা. রাসেল, ফতুল্লা ইউনিয়নের সভাপতি রুবেল হোসেন, আবুল হোসেন, হুমায়ুন আহম্মেদসহ আরো নেতৃবৃন্দ।