সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী মুফতী মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ঐক্যজোট।
আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা থেকে ফরিদপুরের নগরকান্দার উদ্দেশ্যে রওনা করে ইসলামী ঐক্যজোটের ৫ সদস্যের প্রতিনিধি দল। স্থানীয় নগরকান্দা পৌছে একটি মসজিদে জুমার নামায আদায় করেন। এরপর মুফতী মোস্তাফিজের গ্রাম বড় পাইককান্দির উদ্দেশ্যে রওনা করেন। কাছাকাছি পৌছলে নেতৃবৃন্দকে রিসিভ করে নিজ বাড়ীতে নিয়ে যান ভাইস চেয়ারম্যান ও তার সঙ্গীরা। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুফতী মোস্তাফিজের সাথেবমতবিনিময় করেন এবং নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ফুলেল হাতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কস্ট করে ঢাকা থেকে তার বাড়িতে আগমন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও মহাসচিবের সাথে ফোনে কথা বলেন। ন্যায় ও ইনসাফের সাথে যেন জনগণের খেদমত খেদমত পারেন সেজন্য দোয়া চান।
এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শাহীভাবে আপ্যায়ন করেন। পরে ফরিদপুর জেলা ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ এলে মুফতী মোস্তাফিজ ও জেলা নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন।
বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন এবং রাত ৮টায় ঢাকায় পৌছান। সফরকারী দলের নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাসেম। সফরসঙ্গী ছিলেন জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ লোকমান হোসাইন, যুগ্ম মহাসচিব মুফতী আব্দুল কাইয়ুম, প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী খোরশেদ আলম, ফরিদপুর জেলা কমিটির নেতা হাফেজ মাওলানা মোস্তফাসহ বিভিন্ন দায়িত্বশীলগণ।