ওহাবুল হক চিলাহাটি, প্রতিনিধিঃ
নীলফামারীতে সর্ববৃহৎ ঐতিহ্যবাহী শব্দিগঞ্জ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও নীলফামারী ও পঞ্চগড় জেলার প্রায় ৮০ টি জামাতের ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন ঈদুল ফিতরের নামাজ আদায় করতে।জেলার সীমান্তবর্তী ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নে এই ঈদগা ময়দানটি অবস্থিত। ঈদুল ফিতর ও ঈদুল আযহা দুই ঈদের নামাজ আদায় করতে লাখো মানুষের ঢল নামে শব্দিগঞ্জ ময়দানে। এবারও ঈদের নামাজের ইমাম ছিলেন পঞ্চগড় জেলার জালাশিমোর জামে মসজিদে পেশ ইমাম মাওলানা মোঃ তসলিম উদ্দিন।
ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দৈনিক আলোকিত সকাল কে বলেন, শব্দিগঞ্জ ঈদগাহ ময়দানটি জেলার শেষ প্রান্তে। পার্শ্ববতী জেলা পঞ্চগড়। আমরা দুই জেলার মানুষ একত্রে মিলিত হয়ে দীর্ঘদিন থেকে এই ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করে আসছি। নীলফামারী জেলার সর্ববৃহৎ ঈদগা ময়দান শব্দিগঞ্জ ঈদগাহ ময়দান। সরকারি ভাবে এই ঈদগা ময়দানের তেমন কোন উন্নয়ন কাজ করা হয়নি। যেটুকু কাজ করা হয়েছে তা স্থানীয়দের সাহায্য সহযোগিতায়। বৃহৎ এ ঈদগা ময়দানের অনেক কাজ এখনো অসমাপ্ত ভাবে পড়ে আছে। প্রতি ঈদের সময় এখানে লাখো মানুষের ঢল নামে। সেই তুলনায় এখানে অজুর ব্যবস্থা, টয়লেট বাথরুমের ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ-সুবিধা চাহিদা মত এখানে খুবই নগণ্য। প্রতিবছর দুই ঈদে জেলা ও জেলার বাইরে থেকে অনেক ভিআইপিরা এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। অনেক ভিআইপি আশার আলো স্বপ্ন দেখালেও অদ্মাবতী কোন স্বপ্ন পূরণ হয়নি। জেলার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান হওয়া সত্ত্বেও জেলা পরিষদ থেকেও তেমন কোন উন্নয়নমূলক কাজ করা হয়নি। জামাতবাসির দীর্ঘদিনের দাবি জেলা পরিষদের হস্তক্ষেপে এই সর্ববৃহৎ ঈদগা ময়দান টিকে আধুনিক ঈদগাহ ময়দানে উন্নত করা হোক।