সিকদার মিউজিক অফিসিয়ালের ব্যানারে আসছে নতুন গান 'বাংলা হোক আমার পরিচয়'। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন গায়ক অপু নিজেই। মিউজিক ও মিক্স মাস্টারে ছিলেন, সিকদার আকাশ।
গায়ক অপু বলেন, গানটি দেশপ্রেম থেকে গেয়েছি। আশাকরি শ্রোতাদের পছন্দ হবে।
সিকদা আকাশ বলেন, অপু বরাবরের মতোই ভালো গেয়েছে। গানটিতে নিজের সেরাটা দিয়েছে অপু। অপুর গায়কীতে শ্রোতারা মুগ্ধ হবে।