সাঁথিয়া প্রতিনিধি
পাবনা সাঁথিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বাগা, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক ,সাঁথিয়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চাঁদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ওয়াদুদ হোসেন ঠান্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-দপ্তর সম্পাদ জাহিদুল ইসলাম রুবেল, সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের যুগ্ন-সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরু,সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খ ম মতিন,উপজেলার সাবেক ছাত্রদলের যুগ্ন আহ্বয়ক নুরনবী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য গোলাম মোস্তফা সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন আমরা ছাত্রদের কল্যানে এখন স্বাধীন বিশৃঙ্খলা করে এটা কে নষ্ট করা যাবে না। সবাই এক সাথে কাধে কাধ মিলিয়ে দেশ গড়তে হবে।