মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে মা সমাবেশে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আখতার হোসেন, জাপান থেকে আগত প্রফেসর ড.প্যাট্রিকের। কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক মোঃ তৌহিদ আহমেদ আশিক,আল-রাকিব। ছাত্র সমন্বয়ক সোহেল আহমেদ, হাবিবুর রহমান, এম.বি.শাহরিয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আকতার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক রিজওয়ানুর রহমান রেজা সহ প্রায় ২৫০ জন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও কর্তব্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশ ও জাতির বোঝা নয়, সম্পদ এ গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ।
বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশের সূবর্ণ নাগরিক। এদের শিক্ষার অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। অতিথিরা অনেকে বলেন এই স্কুলে শিক্ষার পরিবেশ খুব ভাল এই শিশুদের মা দেশের যোদ্ধা। একজন মায়ের কাছে এই ধরনের সন্তান লালন পালন করা যে কত কষ্ট সেটি সেই মাই জানেন।