
[আজ ৩রা বৈশাখ, এ সময়ের কবি, গল্পকার ও শিশুসাহিত্যিক সোহেল বীরের জন্মদিন। ১৩৯৪ বঙ্গাব্দের এই দিনে ঝিনাইদহ জেলার জোড়াদহ গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস একই উপজেলার ভবানীপুর গ্রামে। কবি ও গল্পকার সোহেল বীরের জন্মদিনে পাঠকদের জন্য দুটি কবিতা]
কর্পোরেট সময়
এখনো জ্বর এলে কাতরাই
ঘোরের মাঝে প্রলাপ বকি
অপেক্ষায় থাকি- কখন আসবেন মা
গ্রাম থেকে মা ছুটে আসেন
আমার জন্য সীমাহীন আশীর্বাদ আর
অসুখের দাওয়াই নিয়ে
মা কপালে হাত রাখেন
আমার জ্বরাক্রান্ত শরীরে
মুহূর্তে শীতলতা বয়ে যায়
সারারাত আমার শিয়রে বসে থাকেন
মাথা ধুইয়ে দেন, গা মুছিয়ে দেন,
জলপট্টি করে দেন...
ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি
অথচ, মায়ের জ্বর এলে
গ্রামে যাবার সময় হয় না আমার
সময়গুলো তখন ‘কর্পোরেট’ হয়ে যায় কেন!
পৃথিবীর কোথাও শান্তি নেই
প্রতিহিংসায় আক্রান্ত শান্তির পায়রাগুলো
আধিপত্যের নেশায় গ্রাস করে নেয় সোনালি ফসল,
মরণাস্ত্র প্রয়োগে ইসরায়েল আরও বেশি ধূর্ত এখন!
মৃত্যুকূপ গাজা বড় অসহায়-
যেখানে জন্মের আগেই মৃত্যুর স্বাদ পায় নিষ্পাপ শিশু
নির্বিকার বিশ্ব দেখতে থাকে-
কীভাবে মানবতা ডুকরে কাঁদে ফিলিস্তিনে!
২.
জীবাণুর কাছে পরাজিত হয় অস্ত্র
ভেংচি কেটে ভয় দেখায় প্রতিনিয়ত!
৩.
পৃথিবীর কোথাও কি শান্তি আছে!