নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরি হওয়া গরু ও ছাগলবাহী একটি পিকআপসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে উপজেলার মহজমপুর এলাকা থেকে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন মামুন এবং কামাল হোসেন।
সোনারগাঁ থানার ওসি মো. আবদুল বারী জানান, ভোররাতে মহজমপুর এলাকায় ডিউটিরত পুলিশ একটি গরু ও চারটি ছাগলবাহী পিকআপকে সন্দেহজনক গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে। পুলিশ ধাওয়া দিয়ে পিকআপটি থামায়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পিকআপে থাকা দুইজন স্বীকার করে, তারা গরু ও ছাগলগুলো চুরি করে এনেছে। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে এবং পিকআপসহ চুরি হওয়া গরু ও ছাগলগুলো জব্দ করে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে চুরির মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হয় এবং পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. আবদুল বারী।