![Image](https://cdn.alokitosakal.net/images/aea577e564af9befc67ee68d7fdc9e65.jpeg)
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে এক বসতঘর থেকে মাদকসহ বিআর উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।বুধবার( ১১ডিসেম্বর)রাতে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের আনোয়ার হোসেনের বসতঘর থেকে ২বোতল অফিসার চয়েস ও ৮বোতল বিআর উদ্ধার করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনোয়ার হোসেন পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবুল কালাম জানান এ ব্যাপারে আনোয়ার হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।