সোহেল রানা তালতলী প্রতিনিধি:
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন, র্যালি ও আলোচনা সভা করেছে তালতলী উপজেলা বিএনপি।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর আড়ম্বরে দিবসটিকে উদযাপন করেছে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মামুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন তারা। এরপর বিকাল ৫ ঘটিকার সময় বর্ণাঢ্য এক র্যালী উপজেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপি'র আহ্বায়ক শহিদুল হকের সভাপতিত্বে
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক, মাহবুবুল আলম মামুন, সগীর হোসেন,জাকির হোসেন খলিফা, আতিকুর রহমান অসীম, গোলাম সরোয়ার হিরো প্রমুখ। আলোচনায় বিপ্লবের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর বীরত্বগাথা দিনের ইতিহাস স্মরণে ৭ ই নভেম্বরের তাৎপর্য ও এর প্রয়োজনীয়তা এবং পরবর্তীতে এর কার্যকারিতার পাশাপাশি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচক্ষণতা, দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরেন।