সোহেল রানা তালতলী প্রতিনিধি :
বরগুনার তালতলীতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) কর্তৃক বাস্তবায়িত জিজিই প্রকল্পের স্টেকহোল্ডারদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৫ অক্টোবর) সকালে উপজেলার তামাকু টিলায় ( মুজিব কিল্লা) আয়োজিত অনুষ্ঠানে ট্যাকনিক্যাল অফিসার আমিনুল হক লিটন এর সঞ্চালনায় ও আরডিএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব অমিত দত্ত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কালাম খান।
এ সময় বক্তারা বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী সহযোগিতা প্রদানের জন্য গার্লস গেট ইকুয়্যাল (জিজিই) প্রকল্পের কার্যক্রম ২০২০ সাল থেকে বাস্তবায়ন করছে। বিদ্যালয়ে মেয়ে শিশুদের ধরে রাখা, কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা, শিশু বাল্য ও জোরপূর্বক বিবাহের ঝুঁকিতে থাকা মেয়ে ও পরিবারগুলোর জন্য অর্থনৈতিক সুযোগ শক্তিশালীকরণ, কমিউনিটিতে মেয়ে শিশুদের যথাযথ মূল্যায়ন ও দেরিতে বিয়ে দেয়ার সামাজিক প্রথা প্রচলন, শিশু অধিকার লংঘন বিশেষত: শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে সাড়া প্রদানে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দ্বায়িত্বশীলদের জবাবদিহিতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষক, জন প্রতিনিধি,কাজি, ইমাম, ক্লাব প্রতিনিধি, সমাজে সেবক, সিবিসিপিসি কমিটির সভাপতি বৃন্দ সহ অনন্যরা উপস্থিত ছিলেন। সব শেষে গার্লস গেট ইকুয়্যাল (জিজিই) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ১১১জনকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।