রাজধানী ঢাকার তেজগাঁও কলেজে বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) ছাত্রকল্যাণ সংসদের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
মো. জহিরুল ইসলাম শাওনকে সভাপতি ও পলাশ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটিতে অন্যান্যের মধ্যে মোঃ মুবারক হোসেন, রাগীব আল নূর সহ সভাপতি, তাহমিদ রহমান শাফি, জোনাকি খানম, মোঃ সোহাগ মিয়া সাধারণ সম্পাদক, সাদমান আল সচ্ছ সাংগঠনিক সম্পাদক, ইমরুল কায়েস মারুফ সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ জিহাদ দপ্তর সম্পাদক, মোঃ আল আমিন উপ দপ্তর সম্পাদক রয়েছে। এছাড়াও প্রচার সম্পাদক মোঃ আসিফ খান, উপ প্রচার সম্পাদক রিমি নকরেক, আল আমিন, ছাত্রী বিষয়ক সম্পাদক অদ্বিতী জাফরিন শ্রাবন্তী, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক আখি খাতুন দায়িত্ব পেয়েছেন।
মোঃ সাকিব আহমেদ ও মোঃ আনোয়ার হোসেন রানাকে ছাত্র বিষয়ক উপদেষ্টা করা হয়েছে।
এই কমিটির অনুমোদন দেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ সংসদের প্রধান উপদেষ্টা শামীমা ইয়াসমিন, বিভাগীয় প্রধান (পদার্থ বিজ্ঞান) এরশাদুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শরিফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে ঘোষিত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।