কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেখলী
গ্রামে অর্ধশত পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। টিভিইটি কনসালটেন্ট মো.
তৌহিদুজ্জামান এর ব্যক্তি উদ্যোগে এই আয়োজন করা হয়।
রবিবার (১৭ মার্চ) নিম্ন আয়ের মানুষের
বাড়িতে গিয়ে মোছাঃ আতিকা জাহান এর নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক এই ইফতার সামগ্রী
পৌঁছে দেন। ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল- এক কেজি মুড়ি, এক কেজি মশুর ডাল, আধা
কেজি ছোলা, আধা কেজি চিনি।
এ বিষয়ে উদ্যোক্তা মো. তৌহিদুজ্জামান দৈনিক
আলোকিত সকালকে বলেন, আমার এই উদ্যোগে আমার সহকর্মী সহ আরও শুভাকাঙ্ক্ষীরা শরিক
ছিল। তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেয়েছি যাতে প্রত্যন্ত অঞ্চলের এই নিম্ন আয়ের
মানুষের মাঝেও হাসি ফুটানো যায়। তিনি সমাজের বিত্তশালীদের মানবিক কাজে এগিয়ে আসার
আহ্বানও জানান।