
প্রকাশনা প্রতিষ্ঠান দুয়ার প্রকাশনী'র তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষ্যে গত ২১ অক্টোবর ২০২৩ইং রোজ শনিবার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিলো ‘বই পড়া কেন জরুরি শীর্ষক আলোচনা ও লেখক পাঠক মিলনমেলা’। উক্ত অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি প্রকাশনী হতে প্রকাশিত সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরি যেমন : কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি বিষয়ে প্রতি ক্যাটাগরিতে মোট তিনটি করে বেস্টসেলার বই নির্বাচন করা হয়। সেখানের কবিতা ক্যাটাগরিতে ২য় স্থান লাভ করে কবি কামরান চৌধুরী কাব্যগ্রন্থ ‘অখ্যায়িকা’।