কবিতা...
প্রিয়সখা তিলোত্তমা
মো. সেলিম হাসান দুর্জয়
তুমি প্রথম প্রেম প্রথম দুকূলপ্লাবী
পবিত্র প্রেমমন্দির তুমিই ছিলে
যৌবন ঊষালগ্নের গিরিখাত
আমার দুধারি মনোবৃত্তি ছিরিছাঁদ
নিদ্রাহীন সারগ্রাহী চোখ
নির্বিকার ঝলমলে রাত।
ভাবছো ভুল? নাকি আবেগে আকুল!
না, তুমি দেবী তুমিই দুর্জয়ের আফ্রোডাইট।
মর্ষিত সুরবোধ সুস্তি
দুঃখহরণ দুখ-জাগানিয়া
রাগান্ধ রাঙানো মশহুর
বন্ধনে গড়িয়া আমার প্রিয়া
ওহে, ওহে প্রিয়সখা হেস্টিয়া
আলো আঁধার দুর্বিনীত সুমঙ্গলা
রূপে গন্ধে হে লুক্রোজিয়া
পুলকিত মন উদ্বেলিত
সমুদ্রসম আমার অশান্ত হিয়া।
নেফারতিতি এলো বুঝি
ঐ দূর দিগন্ত ভেদিয়া
সাধ্যি কি বল? কিভাবে রাখি
হৃদয় বাঁধন না খুলিয়া,
আপন যা ছিল সবই দিলাম তিরোধান
আপন কায়া ভুলে
তোমায় গেলাম মিশে
হে ইন্দ্রাণী, হে আর্টেমিস
ধর্মকর্ম নিমিষে ভুলিয়া।
তুমি কলিযুগের ক্লিওপেট্রা
দুরক্ষর অভিমানী সিমোনেত্তা ভেসপুচ্চি
কতোই না অলিগলি ইটপাথর
শেওলা-ছাতার ছিদ্রপথে
হে মেরি কুইন,হে এথেনা
তোমাকে, তোমাকেই খুঁজেছি।
অবশেষে এলে আমার উঠোনে
বিকেলের তুলসীপাতায়
রাঙিয়ে ভোরের শিশির
চতুর্ভুজা পার্বতী হয়ে,
গিনিভিয়ার তুমি
আমার দুহাত ধরে
নিয়ে যাচ্ছো কি মায়ায়
স্বর্গ পানে বয়ে।